মুন্সিগঞ্জ জেলায় নতুন ১১ জনের করোনা সনাক্ত

0
25
মুন্সীগঞ্জে করোনা শনাক্ত ২৯ জন, জেলায় মোট দুই হাজার ২০৬ জন

প্রকাশিত : বৃহস্পতিবার,২৮মে ২০২০ ইং ।। ১৪ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জে বৃহস্পতিবার নতুন ১১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ৬২৫ জনের। এর মধ্যে মারা গেছেন ১৯ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৮৫ জন।

মুন্সিগঞ্জ সদর উপজেলাতেই ২৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ২৭ মে পাঠানো ৫৯ জনের রিপোর্ট বৃহস্পতিবার আসে। নতুন পজেটিভ আসা ১১ জনের মধ্যে সিরাজদিখান উপজেলায় ৬ জন, টঙ্গীবাড়িতে ১ জন, লৌহজংয়ে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

মুন্সিগঞ্জ সদর উপজেলাতেই ২৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ২৭ মে পাঠানো ৫৯ জনের রিপোর্ট বৃহস্পতিবার আসে। নতুন পজেটিভ আসা ১১ জনের মধ্যে সিরাজদিখান উপজেলায় ৬ জন, টঙ্গীবাড়িতে ১ জন, লৌহজংয়ে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তরা হলেন টঙ্গীবাড়ি উপজেলার  হাসাইলের মহিলা (৪৩), লৌহজং উপজেলার বেজগাঁওয়ের পুরুষ (৩৩), উপজেলা পরিষদের পুরুষ (৩৫), মাসদগাঁওয়ের পুরুষ (৫১), নওপাড়ার পুরুষ (৪৭), সিরাজদিখানের  দানিয়াপাড়ার পুরুষ (৫৮), উত্তর তাজপুরের পুরুষ (৩৫), ব্রাম্মনখোলার পুরুষ (৫০০, পল্লী বিদ্যুতের পুরুষ (৩৪), মধ্যপাড়ার পুরুষ (৪২) ও কোলার পুরুষ (৬৫)।

বৃহস্পতিবার (২৮ মে) মুন্সীগঞ্জ সদরের কোন রিপোর্ট আসেনি। এছাড়া গজারিয়া ও শ্রীনগর উপজেলায় কারও করোনা শনাক্ত হয়নি।

ডা. আবুল কালাম জানান, এই নিয়ে এ পর্যন্ত ৩ হাজার ৫০২ টি নমুনার রিপোর্ট আসলো। এ পর্যন্ত ৩৭ হাজার ৯৩টি রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে। এখনও ২৯১টি রিপোর্ট পেন্ডিং আছে।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন