মুন্সিগঞ্জে নছিমন উল্টে নারী নিহত

0
8
মুন্সিগঞ্জে নছিমন উল্টে নারী নিহত

প্রকাশিত: রবিবার, ১১ এপ্রিল ২০২১ইং।। ২৮শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ(বসন্তকাল)।। ২৮ শাবান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : মোঃ রুবেল ইসলাম তাহমিদ, মুন্সীগঞ্জ : মুন্সিগঞ্জ সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত সকলের নাম-পরিচয় পাওয়া যায়নি। রবিবার বেলা সাড়ে ১২ টা’র দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের মদিনাবাজার ডাকাইত তলা নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত লাকি বেগম(২৬) মিরকাদিম এলাকার জাকির হোসেনের স্ত্রী। সে ওই এলাকার একটি ভাড়া বাসায় থেকে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০-১২ জনের একটি শ্রমিক দল ঢালাইয়ের কাজে ব্যবহৃত কংক্রিট মিক্সিং মেশিন সহ দিঘীরপাড় এলাকা থেকে ঢালাইয়ের কাজ শেষ করে একটি নসিমনে করে আসছিলেন। পথিমধ্যে ডাকাইত তলা নামক ব্রীজের সামনে আসতেই মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ও বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন .. ..             

 ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন