প্রকাশিত:সোমবার,১৪ অক্টোবর ২০১৯ ইং ।। ২৯শে আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :শ্রীনগর প্রতিনিধি: শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে ভ্রাম্যমাণ আদলতে জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলার বাঘড়া ইউনিয়ন পরিষদে ভাগ্যকুল গ্রামের আকানী মালো (৫০), স্বপন হাওলাদার (৫৫), শুভ মালো (২৫), কালাম (৪০), আমির হোসেন ((৪০), নয়াবাড়ির আলমগীর (২৫), কাঠালবাড়ির রাকিব (১৮), মান্দ্রার মো. শ্যামল (৪২), কামারগাঁও গ্রামের আলাউদ্দিন (৫০) কে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে আর্থিক জরিমানা করেন।
এর আগে রোববার দিবাগত গভীর রাতে উপজেলা মৎস্য অফিসার সমীর বসাকের নেতৃত্বে বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আবুল কালামসহ পুলিশ সদস্যরা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই জেলেকে গ্রেফতার করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা জানান, তারা পদ্মা নদীতে অবৈধভাবে মা ইলিশ নিধন করছিল। প্রত্যেক জেলেকে নগদ ৫’হাজার করে মোট ৫৪’হাজার টাকা জরিমান আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।