বিক্রমপুর খবর ডেস্ক :
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৮
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন,‘মাহীর ভাগ্য ভালো,মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন চৌধুরী তার দাদা। মাহীকে নয়,বিজয়ী করুন শেখ হাসিনাকে,বিজয়ী করুন নৌকাকে।’
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা মাঠে মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে মহাজোটের প্রার্থী মাহী বি. চৌধুরীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বি.চৌধুরী বলেন, ‘১০ বছর আগে মানুষের গড় আয়ু ছিল ৫০-৫৫ বছর। শেখ হাসিনার আমলে মানুষের গড় আয়ু হয়েছে প্রায় ৭০ বছর। ১০ বছর আগে মাছ পাওয়া যেতো না। এখন মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ।’
তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে বিদেশিদের এক টাকা সাহায্যও লাগেনি। শেখ হাসিনার চেষ্টায় পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। উন্নয়নের ধারায় বাংলাদেশ বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলছে।’
সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন মাহী বি.চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন–আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর,প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য গিয়াসউদ্দিন আহমেদ, বিকল্প যুবধারার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু,সিরাজদীখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম,মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন,উপজেলা বিকল্পধারার সভাপতি এটিএ রুহুল আমিন,সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমুখ।