প্রকাশিত:রবিবার,১ সেপ্টেম্বর,২০১৯ ইং ||১৭ই ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর:স্টাফ রিপোর্টার, লৌহজং থেকে : লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পশ্চিম বুড়দিয়া গ্রামে সালিশ বৈঠক চলাকালে সন্ত্রাসী হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে বৈঠকে থাকা তিনজন গ্রামবাসী আহত হয়। এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বুড়দিয়া গ্রামে মাদক ও সন্ত্রাস নির্মূলে একটি বৈঠক বসে। বৈঠকে মানিক হালদার ওরফে তারু (২৮) তার লোকজন নিয়ে সালিশ বৈঠকে হামলা চালায়। এ সময় সালিশ বৈঠকে থাকা মো. জানে আলম, মো. সবুজ বেপারি ও মো. আল আমিন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী জানায়, গত সপ্তাহে একই গ্রামে মাদক ব্যবসায়ী আজিজকে নিয়ে একটি সালিশ হয়। সেখানে সিদ্বান্ত হয় মাদক বিক্রি ও সেবনের অপরাধে আজিজকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। সালিশের দুই দিন পর আজিজ এলাকা ছেড়ে চলে গেলেও তার সহযোগীরা সংগঠিত হতে থাকে।
বিষয়টি এলাকাবাসী জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় আবারও মাদক ও সন্ত্রাসবিরোধী আরেকটি সালিশ বৈঠকে বসে। আর সেখানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় মানিক ও তার লোকজন। এলাকাবাসী মানিককে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পুলিশ মানিককে ধরে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মানিকসহ ১১ জনকে আসামি করে লৌহজং থানায় একটি মামলা করা হয়েছে।