মাতাফে মাত্র একজন, ছবি যখন ব্যাকুল করে

0
6
মাতাফে মাত্র একজন, ছবি যখন ব্যাকুল করে

প্রকাশিত : বুধবার, ৫ই আগস্ট ২০২০ইং ।। ২১শে শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এবছর হারামাইন শরীফাইনে এমন কিছু বিরল ঘটনা ঘটেছে যা সাধারণ সময়ে কল্পনাও করা যায় না। তেমনই একটি ঘটনা হলো, একাকী একজন মুসলিম নারীর কাবা শরীফের সামনে ইবাদত ও ‍মুনাজাতের দৃশ্য।

গত সপ্তাহে কাবার সুবিশাল প্রাঙ্গন জনশূন্য। মুনাজাতরত ঐ নারী ছাড়া কেউ নেই মাতাফে। আহ, কল্পনা করতেও যে কষ্ট হয়।

এ মহিলার কাবার সামনে দোআরত একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। এমন বিরল দৃশ্য হযরত আদম আ.-এর দুনিয়াতে আগমনের পর কয়বার ঘটেছে আমরা জানি না। একজন মুমিন একাকি কাবার তাওয়াফ করছেন। কাবার পবিত্র ছায়ায় একাকী ইবাদত করছে!

আজকের যুগে সাধারণ সময়ে এটা অসম্ভব যে, একজন নারী এভাবে একাকী বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করবে এবং সেখানে একাকী ইবাদত করার সুযোগ পাবে। কারণ প্রতি বছর হজের মৌসুমে অন্তত পক্ষে বিশ লাখের বেশি মুসলমান মক্কা মুকাররমায় অবস্থান করেন। দিনরাত সর্বক্ষণ হাজারো আল্লাহর বান্দা বাইতুল্লাহর তওয়াফ করতে থাকেন, নামায আদায় করতে থাকেন, মুনাজাত-কান্নাকাটি করতে থাকেন, সেজদায় আহাজারি করতে থাকেন। কিন্তু এবার একচেটিয়া সিদ্ধান্তে কাবার প্রাঙ্গন শূন্য।

হজের মৌসুমে কাবা শরীফের সামনে মাত্র একজন মুসলমানের একাকী মুনাজাতের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্ব মুসলিমের হৃদয় হাহাকার করে উঠেছে। বেদনার অশ্রু চোখের পাতা ভিজিয়েছে অনেকের। হায়, কবে আল্লাহ আমাদের বুঝ দান করবেন! হায়, কবে আবার ভরে উঠবে কাবা প্রাঙ্গন! কবে আমরা দাঁড়াতে পারব খোদার ঘরের সামনে!

ছবির এ দৃশ্য বিশ্বের অগণিত মুসলিমকে আরেকবার ব্যাকুল করে তুলল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল হজ নসীব করুন- আমীন।

বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন .. ..           

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন