প্রকাশিত: রবিবার ২২নভেম্বর ২০২০ইং ।। ৭ই অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৬ই রবিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : পদ্মা সেতুর ওপর ৩৮তম স্প্যান বসানো হলো। এতে সেতুটির ৫ হাজার ৭০০ মিটার বা পৌনে ৬ কিলোমিটার দৃশ্যমান হয়ে উঠেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো মাওয়া প্রান্তের মাটিও স্পর্শ করল সেতুটি। এর আগেই জাজিরার সঙ্গে যুক্ত হয়েছে দেশের বৃহত্তম সেতুটি।
পদ্মা সেতুর (মূল সেতু) নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান, গতকাল শনিবার ৫ ঘণ্টার প্রচেষ্টায় স্প্যানটি বসানো হয়। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তের প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। আর বাকি থাকল মাত্র ৩টি স্প্যান। এগুলোও ১০ ডিসেম্বরের মধ্যে বসানোর লক্ষ্য নির্ধারণ করেই কর্মযজ্ঞ চলছে। পদ্মা সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে ১ হাজার ৪১টি বসানো হয়েছে।
এ ছাড়া ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্লাবের মধ্যে ১ হাজার ৫০০টির বেশি বসানো হয়ে গেছে। সেতুর ওপরে থাকবে কংক্রিটের ঢালাইয়ের চার লেনের মহাসড়ক আর তার নিচ দিয়ে যাবে রেললাইন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতু আগামী বছর খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন .. ..