প্রকাশিত:শনিবার,৩১ অক্টোবর ২০২০ইং ।। ১৫ ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১৩ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মক্কার মসজিদ আল হারামের গেটে গাড়িহামলা চালানো হয়েছে। হামলাকারী মসজিদের ৮৯ নম্বর গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা চালায়। শুক্রবার দিনের শেষভাগে মসজিদ আল হারামের গেটে এক ব্যক্তি গাড়ি নিয়ে দ্রুতগতিতে ধাক্কা দেন। অভিযুক্ত গাড়িচালককে আাটক করেছে নিরাপত্তাবাহিনী।
মক্কা প্রশাসনের মুখপাত্র সুলতান আল-দোসারি বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তা কর্মকর্তারা জানতে পারেন মসজিদের প্রবেশদ্বারে একটি গাড়ি আঘাত করেছে। দক্ষিণ প্রান্তের একটি রাস্তা দিয়ে দ্রুতগতিতে চলার সময় গাড়িটি হঠাৎ বাক বদলে তীব্রভাবে আঘাত করে। সৌভাগ্যবশত এতে কেউ আহত হননি।
সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, আটক গাড়িচালক সৌদি নাগরিক এবং তিনি ‘মানসিক ভারসাম্যহীন’। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’