প্রকাশিত: শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ইং ।। ৪ঠা পৌষ ১৪২৭ বঙ্গাব্দ (শীতকাল)। ৩রা জমাদিউল-আউয়াল,১৪৪২ হিজরী।বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সংগঠন ভোরের আলো কল্যাণ সংস্থার উদ্যোগে সচেতনতামূলক মাস্ক ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
জানা গেছে, শুক্রবার(১৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় ভোরের আলো কল্যাণ সংস্থার উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টরে জমজম টাওয়ারের সামনে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক মাস্ক ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
ভোরের আলো কল্যাণ সংস্থার চেয়ারম্যান ফারজানা ইয়াসমীনের নেতৃত্বে সংগঠনের কর্মীরা করোনা প্রতিরোধে দরিদ্র জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক সোহেল আহমেদ খান, ভাইস চেয়ারম্যান লাবনী তালুকদার, পরিচালক মামুনুর রশিদ, তৌফিক রেজা, ইসরাত জাহান, ওয়াহিদা জামান, মাসকুদা জামান, মোঃ শামিম প্রমুখ।
এ সময় করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেয়া হয়।
উল্লেখ্য যে, ভোরের আলো কল্যাণ সংস্থার করোনা সচেতনতার এই ক্যাম্পেইন নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’