প্রকাশিত: শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ইং।। ৩রা পৌষ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ১২ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার : জাতীয় সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভোরের আলো কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেলো রাজধানীর ধানমন্ডির আলেয়া হাউসে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ভোরের আলো কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. শবনম জাহান।
সভার শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের ২০২১ সালের বার্ষিক রিপোর্ট এবং ২০২২ খ্রিষ্টাব্দের বাজেট পেশ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সোহেল আহমেদ খান।
রিপোর্ট এবং বাজেটের উপর আলোচনায় অংশ গ্রহণ করেন, ভাইস চেয়ারম্যান লাবনী তালুকদার, পরিচালক (অর্থ) মামুনুর রশিদ মামুন, পরিচালক নাছির উদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক ওয়াহিদা জামান, সাংস্কৃতিক সম্পাদক শাওন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শামিম, সদস্য আব্দুর রাশেদ, মেহেদি হাসান, আজম শ্যাম, আব্দুল আলিম প্রমুখ।
প্রাণবন্ত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২১ খ্রিষ্টাব্দের বার্ষিক আয়-ব্যয় এবং ২০২২ খ্রিষ্টাব্দের বাজেট অনুমোদন করা হয়।
উল্লেখ্য, ভোরের আলো কল্যান সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধণকৃত একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ঢাকা সহ উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় অসহায় নারী ও শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’