প্রকাশিত : শনিবার, ৩০মে ২০২০ ইং ।। ১৬ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : শপথ নিলেন হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি। আজ (শনিবার) বিকেল সোয়া ৩টায় তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ নিলেন বিচারপতিগণ। নিজ নিজ অবস্থানে থেকে তারা শপথ বাক্য পাঠ করেন।
এর আগে ২০১৮ সালের ৩০ মে তাদের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযোগ দেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। দুই বছর পূর্ণ হওয়ায় গতকাল শুক্রবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী তাদের স্থায়ী নিয়োগ দেয়া হয়। শপথ গ্রহণকারী ১৮ বিচারপতি হলেন,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা জেলা জজ মো. আবু আহমাদ জমাদার, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( জেলা জজ) মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো.আতোয়ার রহমান, সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট এসএম আব্দুল মবিন, ডেপুটি এটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি এটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান, ডেপুটি এটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মহি উদ্দিন শামীম, অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাডভোকেট মো. খায়রুল আলম, অ্যাডভোকেট আহমেদ সোহেল, ডেপুটি এটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি এটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও অ্যাডভোকেট কেএম হাফিজুল আলম।
এর আগে ২৯ মে দুই বছর ধরে অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা ১৮ জনকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
২০১৮ সালের ৩০ মে এই ১৮ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।
নিউজটি শেয়ার করুন .. ..