প্রকাশিত : শনিবার, ৮ই আগস্ট ২০২০ইং ।। ২৪শে শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের একটি বিমানবন্দরে অবতরণের সময় দুই টুকরো হয়েছে একটি বিমান। ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। প্রায় দুইশ আরোহী নিয়ে দুবাই থেকে ফিরছিল এয়ার ইন্ডিয়ান এক্সপ্রেসের বিমানটি। খবর- হিন্দুস্থান টাইমস।
শুক্রবার (০৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বিমান চাকা পিছলে রানওয়ে থেকে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যায়।
এবিপি গণমাধ্যম জানিয়েছে, বিমানটিতে মোট ১৯১ জন আরোহী ছিলো। এর মধ্যে ১০ জন শিশু। ১২৮ জন পুরুষ যাত্রী। ৪৬ জন মহিলা যাত্রী ছিলেন। এছাড়া বিমানে ছিলেন ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু।
ডিজিসিএ জানিয়েছে, ১৭০ জনকে বিমানের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। ১১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ১৫ জনের আঘাত গুরুতর।
খবরে বলা হয় গত কয়েকদিন ধরেই কেরালায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় চাকা পিছলে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ ফ্লাইটটি।
নিউজটি শেয়ার করুন .. ..