ভারতের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার ইন্তেকাল করেছেন

0
4
ভারতের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার ইন্তেকাল করেছেন

প্রকাশিত: বুধবার, ৭ জুলাই ২০২১ইং।। ২৩শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ভারতের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার মৃত্যু বরণ করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গিয়েছে, বুধবার সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গত বুধবার সেখানে ভর্তি করা হয় তাঁকে। একই সমস্যা নিয়ে গত ৬ জুনও হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। যদিও ১১ জুন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসকরা। তবে শারীরিক অসুস্থতা নিয়ে গত কয়েক বছরে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

দিলীপ কুমার আর সায়রা বানুর ৫০ বছরের বেশি সময়ের বৈবাহিক সম্পর্ক। ১৯৬৬ সালে সায়রাকে বিয়ে করেন দিলীপ। গোপিসাগিনা ও বৈরাগ চলচ্চিত্রে দিলীপের সহ-অভিনেত্রী ছিলেন সায়রা।

ভারতভাগের আগে ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে জন্ম হয় দিলীপ কুমারের।

তার আসল নাম ইউসুফ খান। কিন্তু নিজের সমসাময়িক অনেক মুসলিম অভিনেতার মতোই তিনিও হিন্দি চলচ্চিত্রে নাম লেখানোর সময় হিন্দু নাম গ্রহণ করেন।

ইউসুফ খান থেকে দিলীপ কুমার
দিলীপ কুমারের আসল নাম ইউসুফ সারোয়ার খান। তার বাবার নাম ছিল মোহাম্মদ সারোয়ার খান, যিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।
কৈশোরে মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ খান।
এর কিছুদিন পর আবারো মুম্বাইয়ে (তৎকালীন বোম্বে) ফিরে বাবার সাথে ব্যবসায় যোগ দেন তিনি।
ব্যবসার কাজেই একসময় ইউসুফ খানের পরিচয় হয় সেসময়কার প্রখ্যাত সাইকোলজিস্ট ডা. মাসানির সাথে, যিনি তাকে কে পরিচয় করিয়ে দেন ‘বোম্বে টকিজ’ এর মালিকের সাথে।
১৯৪৩ সালে ‘বোম্বে টকিজ’ ইউসুফ খান যান চাকরি খুঁজতে, কিন্তু সেখানকার স্বত্বাধিকারী দেবিকা রানী তাকে অভিনেতার হওয়ার প্রস্তাব দেন। তার সিনেমার নাম বদলে দিলীপ কুমার রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

 

‘নয়া দৌড়’, ‘মুঘল-ই-আজম’, ‘দেবদাস’, ‘রাম অর শ্যাম’, ‘আন্দাজ’, ‘মধুমতি’, ‘গঙ্গা যমুনা’, ‘মেলা’সহ ভারতের বিখ্যাত বেশ কিছু সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন দিলীপ কুমার।

কিংবদন্তি দিলীপ কুমারের প্রয়াণ

‘মুঘল-ই-আজম’ চলচ্চিত্রের একটি দৃশ্যে দিলীপ কুমার। ছবি: সংগৃহীত

 

১৯৪০-এর দশকে অভিনয়ে নাম লেখান তিনি। দীর্ঘ কয়েক দশকের কর্মজীবন তার।

১৯৪৪ সালে মুক্তি পায় দিলীপ কুমার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘জোয়ার ভাটা’। তার শেষ চলচ্চিত্র ‘কিলা’ মুক্তি পায় ১৯৯৮ সালে।

প্রায় ৫৫ বছরে ৬৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন দিলীপ।

১৯৪৯ সালে সাড়া জাগানো সিনেমা ‘আন্দাজ’ দিয়ে আলোচনায় আসেন দিলীপ। ত্রিমুখী প্রেমের ব্লকবাস্টার ওই সিনেমায় আরও অভিনয় করেছিলেন প্রখ্যাত দুই শিল্পী নার্গিস ও রাজ কাপুর।

পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন দিলীপ। পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নিশান-ই-ইমতিয়াজও পান ভারতীয় এ অভিনেতা।

ফিল্মফেয়ারে সেরা অভিনেতার প্রথম পুরস্কারটি পেয়েছিলেন দিলীপ। পরবর্তী সময়ে আটটি ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।

দিলীপ কুমারের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দসহ দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বলিউড। তার শেষ যাত্রায় হাজির হয়েছিলেন বলিউডের অনেক তারকাই।

তেমনই বর্ষিয়ান এই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে লেন্সবন্দি হন শাহরুখ খান।

দিলীপের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সহধর্মিনী অভিনেত্রী সায়রা বানু। তার হাত ধরে সান্ত্বনা দিয়ে দেখা যায় শাহরুখকে। যেন মায়ের হাত ধরে শোক ভাগ করে নিচ্ছেন ছেলে।

নিঃসন্তান দিলীপ কুমার ও সায়রা বানু ছেলের মতোই মনে করেন শাহরুখকে।

কয়েক বছর আগে দিলীপ কুমার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান।

সেই ছবিও সায়রা বানুর পক্ষ থেকে দিলীপ কুমারের টুইটারে পোস্ট করা হয়েছিল।

এক সাক্ষাৎকারে সায়রা বানু জানিয়েছিলেন, ‘আমার আর দিলীপ সাবের সন্তান থাকলে সে শাহরুখের মতোই হতো। শাহরুখ এবং সাহাবের (দিলীপ) চুল অনেকটা একই রকমের। সেই কারণে শাহরুখের সঙ্গে যখনই দেখা হয়, আমি ওর চুলে বিলি কাটি। শাহরুখ আমাকে উলটো প্রশ্ন করে, আপনি আমার চুলে হাত দিচ্ছেন না? ওটা আমার ভালো লাগে।’

চিত্র

 

বিকেল ৫ টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে মুম্বাইয়ে জুহু কররস্থান তার শবদেহ শায়িত করা হয়।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন