প্রকাশিত: সোমবার,২ নভেম্বর ২০২০ইং ।।১৭ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।।১৫ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইউনিয়নের সার্বিক উন্নয়ন কাজে সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।ভাগ্যকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রতন কুমার শাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ।
এতে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিকল্প যুবধারার যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ্ আল-মামুন, ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গফুর,মহাসিন শেখ, আব্দুল জলিল,শাজাহান শেখ, রফিকুল হক,মুক্তার মাদবর,জামাল মাদবর,রাজ্জাক বেপারী,নুরুলহক বেপারী,ডাঃ আব্দুস সালাম,আবিজুল ঢালী,পরান ফকির,আনোয়ার শেখ,উইলিং হাসান,মিলন কাজী,নুরুজ্জামান খান,শিপন বেপারী,কাজী শাকিব,আবুল হাসেম,রতন বেপারী,মহিলা সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগম ও রাজিয়া আহাম্মেদ,ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ইউপি সচিব হামিদুল হক ও সহকারী ইউপি সচিব রাবেয়া আখতার।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলতাফ হোসেন।
সভার সভাপতি রতন কুমার শাহা তার সময়ের চলমান বিভিন্ন সেবা ও উন্নয়ন মূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং চলমান অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’