প্রকাশিত:শুক্রবার,০৯ সেপ্টেম্বর ২০২২।। ২৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ (শরৎকাল)।। ১১সফর,১৪৪৪ হিজরি ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর দেশটির নতুন রাজা তার ছেলে ও সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। শিগগিরই তিনি শোকহত নাগরিকদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন। রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসানের সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের নতুন রাজা হয়েছেন তার বড় ছেলে প্রিন্স চার্লস। নিয়ম অনুযায়ী চার্লসই এখন ইংল্যান্ড এবং ১৫টি কমনওয়েলথ দেশের রাজা।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর ঘোষণা করার সময়ই রাজ পরিবার থেকে করা টুইটে চার্লসকে রাজা এবং ক্যামিলাকে ‘দ্য কুইন কনসোর্ট’ বলে উল্লেখ করা হয়।
মাত্র তিন বছর বয়সে ১৯৫২ সালে চার্লস ইংল্যান্ডের যুবরাজ হয়েছিলেন এবং তিনি ব্রিটিশ সিংহাসনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যুবরাজ ছিলেন। এখন প্রিন্স চার্লসের উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ এখন যাবে তার বড় ছেলে উইলিয়ামের কাছে।
৭৩ বছর বয়সী চালর্স রাজা হিসেবে এখন নিজের জন্য যেকোনো নাম বেছে নিতে পারবেন। যেমন রাজা জর্জ পঞ্চমের আসল নাম ছিল অ্যাবার্ট। এর আগে দুইজন ব্রিটিশ রাজা চার্লস নাম নিয়েছিলেন।
বয়সের কারণে রানি এলিজাবেথ দুর্বল হয়ে পড়ায় চার্লস আগে থেকেই বেশকিছু দায়িত্ব পালন করে আসছিলেন।
মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে দেয়া বার্তায় চার্লস বলেন, এটা আমার এবং আমার পরিবারের জন্য সবচেয়ে দুঃখের মুহূর্ত।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
নিউজ ট্যাগ: