বন ক্যান্সারে আক্রান্ত “মৃত্তিকা” নামের সেই মেয়েটি এবার জে এস সি পরীক্ষা দিচ্ছে

0
61
বোন ক্যান্সারে আক্রান্ত “মৃত্তিকা” নামের সেই মেয়েটি এবার জে এস সি পরীক্ষা দিচ্ছে

প্রকাশিত:  রবিবার, ০৩ নভেম্বর ২০১৯।। ১৯শে কার্তিক,১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর:  টঙ্গিবাড়ি উপজেলার টঙ্গিবাড়ি গার্লস স্কুল থেকে বোন ক্যান্সারে আক্রান্ত “মৃত্তিকা” নামের সেই মেয়েটি দীর্ঘ দিন চিকিৎসা শেষে অদম্য মনোবলে সুস্হ্য হয়ে এবার সে জেএসসি পরীক্ষা দিচ্ছে।যখন মেয়েটি ৬স্ট শ্রেনীর ছাত্রী “মৃত্তিকা” বন ক্যান্সারে আক্রান্ত হয়ে পিজি হাসপাতালে চিকিৎসা নিতেছিলেন যখন অসহায় মেয়েটির অর্থের অভাবে ব্যায়বহুল চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম নাছির উদ্দিন জুয়েল এর মাধ্যমে খবর পেয়ে এবং তাঁকে সাথে নিয়ে মাননীয় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মেয়েটাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন।এর পর আর ফিরে তাকাতে হয় নাই অসহায় মেয়েটির পরিবার কে সাথে সাথে চিকিৎসার খরচও দিলেন। দীর্ঘ দিন চিকিৎসা করানো হল পিজিতে তারপরে স্কয়ার হাসপাতালে। সর্বশেষ ডাক্তাররা জানালেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মহোদয় কে এই চিকিৎসা এই দেশে ভাল হবে না। ভারতে পাঠানোর পরামর্শ দিলেন। এবং তিনি তাই করলেন মেয়েটির মা, বাবা, মামা আত্মীয় স্বজনদের ডেকে চিকিৎসা খরচ দেওয়ার কথা বললেন। মেয়েটিকে নিয়ে আত্মীয় স্বজনেরা চিকিৎসার জন্য পাড়ি দিলেন ভারতে। কিন্তু চিকিৎসা সময় লেগে গেলো অনেক প্রায় দেড় বছর চিকিৎসা একটানা চিকিৎসা করতে হয়েছে।

সবমিলে দুই বছর চিকিৎসা শেষে আলোচিত “বন ক্যান্সারে আক্রান্ত মৃত্তিকা” নামের সেই মেয়েটি এবার জে এস সি পরীক্ষা দিচ্ছে এটি সুখের সংবাদ। মেয়েটির পরিবার এলাকাবাসী বিক্রমপুরের কৃর্তী সন্তান এটর্নী জেনারেল মাহবুবে আলমের প্ৰতি কৃতজ্ঞ। মৃত্যুর কাছ থেকে ফিরে আসা মেয়েটিকে ভারতে  চিকিৎসা নেওয়া এবং মেয়েটির পরিবারের সদস্যদের থাকার সার্বিক সহযোগিতা করেছেন সুজিত দাস।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন