বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশি নিহতর সংখ্যা বেড়ে ২

0
5
ছবিঃ এ এফ পি - সংগৃহীত

প্রকাশিত : বুধবার, ৫ই আগস্ট ২০২০ইং ।। ২১শে শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বৈরুতে বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত এতে শতাধিক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন চার হাজারেরও বেশি।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত মঙ্গলবার (৪ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে শক্তিশালী দু’টি বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে দু’জন বাংলাদেশির মৃত্যুর খবর হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

যদি আরও কোন বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়, তবে তা দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৬১-৮১ ৭৪৪ ২০৭-এ জানানোর জন্য অনুরোধ করা হল।

এর আগে একজনের মৃত্যুর খবর জানিয়েছিলেন দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন।

লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আরও কেউ হতাহত হয়েছেন কিনা, তা জানতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মামুন।

এদিকে বিস্ফোরণের ঘটনায় লেবাননে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর কমপক্ষে ১৯ জন সেনাও আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে দুটি বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ও ক্ষতিগ্রস্ত হয়। এটি বৈরুত বন্দরে নোঙ্গর করা ছিল। জাহাজের কমপক্ষে ১৯ জন ক্রু আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন