প্রকাশিত:বুধবার,৯ অক্টোবর ২০১৯ ইং ।। ২৪শে আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :টঙ্গীবাড়ী প্রতিনিধি :টঙ্গীবাড়ী উপজেলা বেতকা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১১টায় উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার জন্য নাম প্রস্তাব করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জগলুল হাওলাদার ভুতু, বেতকা ইউনিয় আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলম শিকদার বাচ্চুর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক।
এ সময় আরো উপস্থিত ছিলেন মো.শামছুল আলম মিলকী,এডভোকেট নাসিমা আক্তার,এস এম মোস্তাফিজুর রহমান জলিল,মো.শওকত আলী খান মোক্তার,এস এম তারিক আল হাসান লিউ,শফিকুর রহমান,হাবিবুর রহমান হবি বেপারী হুমায়ুন কবির,আহসান কবির হাওলাদার,কে এম আসাদুজ্জামান ইদ্রিস,রেজাউর রহমান ডিউক,খালিদ হাসান খান প্রমুখ।