বীর মুক্তিযাদ্ধা খায়রুল বেপারী মারা গেছেন

0
37

প্রকাশিত:বৃহস্পতিবার,১০ জানুয়ারি ২০১৯ ::বিক্রমপুর খবর::

লৌহজং উপজেলার মুক্তিযুদ্ধের বীর সৈনিক খায়রুল ইসলাম বেপারী ঢাকায় আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (বুধবার,০৯জানুয়ারি) মারা গেলেন (ইন্নানিল্লা—রাজেউন)।যুক্তিবাদী মানুষ ছিলেন সত্য কথা বলতে দ্বিধা করতেন না। সাহসী মানুষ ছিলেন,ভাল বিচারক ছিলেন টেবিল টকএ খুব পারদর্শী ছিলেন। লৌহজং থানা আওয়ামী লীগের অসমে অর্থাৎ ৭৫ এর পরবর্তী সময়ে কর্মীদের আশ্রয়ের যায়গা ছিল তাহার কাছে। খায়রুল ইসলাম বেপারীর বাড়ি উপজেলার মসৎগাও গ্রামে (ঘোড়দৌর কাঠ পট্টি)।

আজ  বাদ আছর ঘোড়দৌর/ লৌহজং উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা অনুস্ঠিত হবে। তাঁহার ৪ ছেলে ১মেয়ে নাতিনাতনি ও অনেক গুণগ্রাহী রেখে গেলেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন