বিজয়া দশমী উপলক্ষে সাংসদ এমিলি’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

0
32
বিজয়া দশমী উপলক্ষে সাংসদ এমিলি'র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর ২০২০ইং ।। ১০ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৮ই রবিউল আউয়াল, ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার : বিজয়া দশমী উপলক্ষে লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সাম্প্রদায়িক আমাদের বাংলাদেশ। এখানে যার যার ধর্ম সে স্বাধীন ভাবে পালন করতে পারে, দুর্গাপূজা এটি বাঙালির সার্বজনীন উৎসব। পার্শ্ববর্তী দেশ ভারতেও এত সুন্দর করে দুর্গাপূজা উৎসব পালন করতে পারে না, কিন্তু বাংলাদেশে নিরাপদ-সুন্দর ও অবারিতভাবে দূর্গোৎসব পালন করতে পারে হিন্দু ধর্মাবলম্বীরা।

এসময় উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, লৌহজং থানার ওসি মো.আলমগীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান তোপাজ্জল হোসেন তপন, লৌহজং পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব সাহা, মনোজ কুমার সিংহ অমিত।
আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক ও সহ: সভাপতি এমিলি পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান, সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন-অর-রশিদ, টংগিবাড়ী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কেশব দাস ও কোষাধ্যক্ষ সুভল দাস।

জেলা পরিষদ সদস্য আখলিমা আখি, উপজেলা যুবলীগ এর সভাপতি রেজাউল রহমান ডিউক মাঝি, সাধারন সম্পাদক আতিকুর রহমান শিল্পী, আওয়ামীলীগ নেতা মহসিন দেওয়ান লিটন উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান খান, সাধারণ সম্পাদক দিপু মাঝি, আড়িয়ল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আহসান আব্দুল্লাহ্, সহ সসভাপতি আলআমিন, বিভিন্য ইউনিয়ন আওয়ামীলগ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সম্মানিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন