প্রকাশিত: শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ইং ।। ৩রা পৌষ ১৪২৭ বঙ্গাব্দ (শীতকাল)। ২রা জমাদিউল-আউয়াল,১৪৪২ হিজরী। বিক্রমপুর খবর : লৌহজং সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে লৌহজং উপজেলায় ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে খিদিরপাড়া ড্রিম ইলেভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক ফাইটার্স। খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন বেপারী সভাপতিত্বে গত বুধবার বিকেল দিকে খিদিরপাড়া বাসস্ট্যান্ড মাঠে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।
প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খেতেরপাড়া ড্রিম ইলেভেন। প্রথমার্ধে ব্ল্যাক ফাইটার্স ১০ ওভারে ৭৪ রান সংগ্রহ করে। দ্বিতীয়ার্ধে ৭৫ রানের জবাবে খিদিরপাড়া ড্রিম ইলেভেন সবকটি উইকেট হারিয়ে ১৩ রানে পরাজিত হয়।
প্রথম পুরষ্কার ফ্রিজ ও রানার্সআপ খেতেরপাড়া ড্রিম ইলেভেন কে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের অতিথিবৃন্দরা। এছাড়া বাকি দুই দলকে ক্রেস্ট এবং মেডেল পুরষ্কার হিসেবে দেওয়া হয়।
ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি সমাজসেবক হাজী মোহাম্মদ রাজু করিম মোল্লা, বিশেষ অতিথি খিদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ফয়সাল শিকদার, যুগ্মসাধারণ সম্পাদক মো. মোর্তজা খান প্রমুখ।
এ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘ পাঁচ বছর ধরে পরিচালনা ও খেলোয়াড়দের জার্সি স্পন্সর করেন মো আওলাদ বেপারী।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’