বিক্রমপুরে বন্যার পানিতে প্লাবিত ২৬১ গ্রাম

0
16
বিক্রমপুরে বন্যার পানিতে প্লাবিত ২৬১ গ্রাম

প্রকাশিত : শুক্রবার,৩১ জুলাই ২০২০ইং ।। ১৬ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের ভাগ্যকূল পয়েন্টে গতকাল বৃহস্পতিবার পদ্মা নদীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বন্যার পানিতে এ পর্যন্ত জেলার ৩৮টি ইউনিয়নে ২৬১টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।

 

নাগের হাট নতুন কান্দি এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি হিসাবে পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার ৩৭ হাজার ৯৪২টি পরিবার। এদের মধ্যে ৬১৭টি পরিবার আশ্রয়ণ কেন্দ্রে অবস্থান করছে। ভেসে গেছে জেলার ১৭শ ২টি পুকুরের মাছ। এতে মাছচাষীদের ক্ষয়ক্ষতির পরিমাণ ৯ কোটি টাকা। এদিকে বন্যায় অনেক এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।

দক্ষিন মেদেনিমন্ডল বাড়ির উঠানে বন্যার পানি

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে, জেলায় বন্যা কবলিতদের জন্য এ পর্যন্ত সরকারি বরাদ্দের ২২৭ মেট্রিকটন চাল ও ৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও জিআর ক্যাশ হিসাবে ৩ লক্ষ, গো-খাদ্যের জন্য ৫ লক্ষ ও শিশু খাদ্যের জন্য ২ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজান থেকে নেমে আসা পানির ঢলে আগামী কয়েকদিন পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকবে ।

বেজগাঁও এলাকায় -ঘরের দরজার সামনে বসে মাটির চুলায় রান্না করছেন শিউলি বেগম

নিউজটি শেয়ার করুন .. ..     

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন