বিক্রমপুরের মেয়ে টুসি যেসব আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন

0
115
বিক্রমপুরের মেয়ে টুসি যেসব আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন

প্রকাশিত:বুধবার,২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর ডেস্ক: সুবর্ণা সেঁজুতি টুসি’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মীনালাপ’ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ ছাড়া ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে প্রদর্শিত হয়। এ পর্যন্ত টুসির ছবি যে কয়টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছ তা হলো-


১. চর্তুদশ ইউরেশিয়া চলচ্চিত্র উৎসব,কাজাকিস্তান (১-৭ জুলাই ২০১৮) শ্রেষ্ঠ স্বল্পর্দৈঘ্য ছবির পুরস্কার ‌‌’গ্রান্ডপিকস’ অর্জন।
২. অষ্টম ‘দিদোর’আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,তাজিকিস্তান (১৬-২০ অক্টোবর ২০১৮)ক্রিটিক অ্যাওয়ার্ড অর্জন।
৩. ষষ্ঠ শিলিগুড়ি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও ডকুফিল্প উৎসব,পশ্চিমবঙ্গ (১৩-১৬ নভেম্বর ২০১৮) শ্রেষ্ঠ স্বল্পর্দৈঘ্য ছবির পুরস্কার অর্জন।


৪. সপ্তদশ থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল,মুম্বাই,ভারত (১৩-২০ ডিসেম্বর ২০১৮) শ্রেষ্ঠ স্বল্পর্দৈঘ্য ছবির পুরস্কার অর্জন।
৫. দ্বিতীয় নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (২১-২৫ ফেব্রুয়ারি ২০১৯) শ্রেষ্ঠ স্বল্পর্দৈঘ্য ছবির পুরস্কার ‘মাউন্ট এভারেস্ট’ অর্জন।
৬. দ্বিতীয় সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যাল,কলকাতা (১৮-৩১ মার্চ ২০১৯) শ্রেষ্ঠ পুরস্কার ‘ঋত্বিক ঘটক স্বর্ণ পদক’ অর্জন।
৭. ২১তম ইসমাইলিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,মিশর (১০-১৬ এপ্রিল ২০১৯) জুরি অ্যাওয়ার্ড অর্জন।

এছাড়া এই ছবিটি নিম্নলিখিত চলচ্চিত্র উৎসবগুলোতে বিশেষভাবে প্রদর্শনের গৌরব অর্জন করেছে-
১. একাদশ একাদশ ডকুমেন্টারি এন্ড শর্টফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮
২. ১৯তম এশিয়াটিকা: এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল,রোম (৪-১০ অক্টোবর-২০১৮)
৩. ইয়েরেভান স্বল্পর্দৈঘ্য চলচ্চিত্র উৎসব,আরমেনিয়া (১০-১২ ডিসেম্বর-২০১৮)
৪. চতুর্থ আইএএস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল,সারজা,দুবাই (১৫-১৬ মার্চ ২০১৯)

 সুবর্ণা সেঁজুতি টুসি’র মীনালাপচলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান

আগামী ২৭ জুন ২০১৯,বৃহস্পতিবার সন্ধ্যে-৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ছবিটির প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নির্মাতা শামীম আখতার,নুরুল আলম আতিক এবং সুবর্ণা সেঁজুতি টুসি। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

ছবিটি আগ্রহী দর্শক,বন্ধু,স্বজন,শুভানুধ্যায়ী— সবাইকে দেখার ও আলোচনা অনুষ্ঠানে উপস্হিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায়, সুবর্ণা সেঁজুতি টুসির কাহিনি ও পরিচালনার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মীনালাপ ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন