প্রকাশিত: বুধবার,৫ জানুয়ারি ২০২২ইং।। ২১ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।।৩১জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন ডা. মো. হুমায়ুন শাহীন খান।
এর আগে সোমবার (৩ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে যোগদানকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ অধিশাখার প্রজ্ঞাপন অনুযায়ী ডা. মো. হুমায়ুন শাহীন খান বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের নতুন বিভাগীয় পরিচালক পদে যোগদান করেছেন।
সোমবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক পদে ডা. মো. হুমায়ুন শাহীন খান কর্মস্থলে যোগদান করলে তাকে ফুলের শুভেচ্ছা জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।উল্লেখ্য ডা. মো. হুমায়ুন শাহীন খান শ্রীনগর উপজেলার রাড়িখালের স্যার জেসি বোস ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্র ছিলেন । এর আগে তিনি দীর্ঘদিন বরগুনার সিভিল সার্জন ছিলেন।
তাদের পরিবারে তার স্ত্রী ও এককন্যা মেডিক্যাল থেকে পাশ করে সরকারী চাকরিতে কর্মরত। অপর মেয়ে পটুয়াখালী মেডিক্যালের ছাত্রী। ড. মো. হুমায়ুন শাহীন খান উত্তর রাড়িখালের মরহুম মোকসেদ আহমেদ খানের সন্তান।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।