করোনা সন্দেহে হিন্দু নারীর মরদেহ মুসলিম যুবকরা কাঁধে তুলে নিলেন

0
8
ছবি সংগৃহীত

প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ইং।। ২৯শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বরগুনার আমতলী পৌর শহরের পুরান বাজারের বাসিন্দা বাংলাদেশ বেতারের বিশিষ্ট কণ্ঠশিল্পী স্বর্গীয় প্রিয় বল্লব কর্মকারের স্ত্রী রানু কর্মকার (৭০) পরলোক গমন করেছেন। সোমবার (১৩ জুলাই) বিকেলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সৎকারের জন্য গতকাল সন্ধ্যার পরে মৃত্যের মরদেহ পটুয়াখালী থেকে অ্যাম্বুলেন্সে যোগে আমতলীর বাসায় নিয়ে আসলে করোনার ভয়ে মৃতের মরদেহের কাছে তার কোন আত্মীয়-স্বজন আসেনি। এমনকি অ্যাম্বুলেন্স থেকে মরদেহ নামাতে পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। অ্যাম্বুলেন্সে মায়ের মরদেহ রেখে তার দুই পুত্র লিটন ও অনুপ কর্মকার প্রায় এক ঘণ্টা সেখানে অপেক্ষা করতে থাকে। এ খবর দ্রুত ওই এলাকায় ছড়িয়ে পরে।

সাহায্যের জন্য অবশেষে ছুটে আসে স্থানীয় মুসলিম পরিবারের দুই যুবক। তারা হলেন- পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মরহুম আ. আজিজ মাস্টারের পুত্র বিদেশ ফেরত মো. ফিরোজ শাহ্ এবং ৪ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুরুল আলম মৃধার পুত্র তারেক।

তারা হিন্দু মায়ের দুই পুত্রের সঙ্গে মরদেহের খাটিয়া অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নিজেদের কাঁধে চাপিয়ে সৎকারের জন্য শ্বশানে নিয়ে যান। করোনায় মানবতার নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন মুসলিম পরিবারের এই দুই সাহসী যুবক।

সাহসী যুবক ফিরোজ শাহ মুঠোফোনে বলেন, আমাদের ধর্ম আলাদা হলেও আমরা একই সমাজে বসবাস করি। যখন দেখলাম করোনার ভয়ে আত্মীয়-স্বজনসহ কেউ মরদেহের কাছে আসছে না, আমরা দু’জন এগিয়ে এসেছি।

আরেক সাহসী যুবক তারেক জানান, দেখলাম মরদেহটা তার দুই পুত্র বহন করতে পারছে না। তখন নিজের বিবেকে বাঁধলো। তাই ছুটে এসেছি। মরদেহ সৎকারের জন্য কাঁধে তুলে শ্মশানে পৌছে দিয়েছি।

তবে মৃত রানু কর্মকারের সত্যিই করোনায় হয়েছিল কিনা সেই রিপোর্ট না পাওয়ায় মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তিনি করোনা উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার সকলের মাঝে আতংক বিরাজ করছে বলে একাধিক ব্যক্তি জানান।

নিউজটি শেয়ার করুন .. ..               

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন