বঙ্গবন্ধু মহাসড়কে যাত্রী তুলতে গিয়ে দুর্ঘটনায় ৩ বাস, নিহত ২

0
3
বঙ্গবন্ধু মহাসড়কে যাত্রী তুলতে গিয়ে দুর্ঘটনায় ৩ বাস, নিহত ২

প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট ২০২২, ৩১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ।। ১৬ মহরম,১৪৪৪ হিজরি ।।

বিক্রমপুর খবর :মঈনউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ : হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘গাড়ি তিনটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণে রাস্তায় প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য বাস চলাচল বন্ধ ছিল।’

বঙ্গবন্ধু মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বাসকে পেছন থেকে আরও দুটি বাস পরপর ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

রোববার বেলা ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কেয়টখালী এলাকায় ঢাকামুখী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে। আহতদের চিকিৎসার জন্য শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে নিহত ওই দুজন বাসে ওঠার জন্য কেয়টখালী এলাকায় এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকামুখী মোল্লা পরিবহনের একটি বাস তাদের ওঠানোর জন্য গতি কমিয়ে আনলে পেছন থেকে আসা সাকুরা পরিবহন ও শরীয়তপুর পরিবহনের অপর দুটি বাস এসে ধাক্কা দেয়।

এতে মোল্লা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে উঠতে যাওয়া এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা আরেক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আহত হন তিন বাসে থাকা অন্তত ১০ যাত্রী। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় তিনটি বাসের বিভিন্ন অংশ। খবর পেয়ে আহত ও নিহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জোবায়েদ আহসান খান আহত ১০ জনের চিকিৎসা চলছে বলে জানান।

দুর্ঘটনার বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘গাড়ি তিনটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণে রাস্তায় প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য বাস চলাচল বন্ধ ছিল।’

(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন