প্রকাশিত:সোমবার,১৪ জানুয়ারি ২০১৯ ::বিক্রমপুর খবর::অনলাইন ডেস্ক::
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদ
লৌহজং উপজেলা আওয়ামী লীগের সুদীর্ঘ ৩০ বছরের সভাপতি। লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি,বর্ষীয়ান নেতা,মরহুম ফকির মোঃ আব্দুল হামিদ সাহেবের কফিনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন, লৌহজং উপজেলা আওয়ামী লীগ।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় লৌহজং বিশ্ববিদ্যায় মাঠে।
মরহুমের প্রথম জানাজা গতকাল বাদ এশা গেন্ডারিয়া ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১:৩০ টায় লৌহজং বিশ্ববিদ্যায় মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হয়।
লৌহজং উপজেলার সাতঘড়িয়া কবরস্থানে চির নিদ্রায়শায়িত করা হয় এই প্রবীণ আওয়ামী লীগ নেতাকে।
গতকাল মারা যান
গতকাল মারা যান ফকির মোঃ আব্দুল হামিদ।তার আকস্মিক মৃত্যুতে লৌহজং তথা বিক্রমপুরে শোকের ছায়া নেমে আসে।