প্রমোদতরী ‘পদ্মা ক্রুজ’ উদ্বোধন করলেন পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

0
17
প্রমোদতরী ‘পদ্মা ক্রুজ’ উদ্বোধন করলেন পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

প্রকাশিত: শুক্রবার,২২ জানুয়ারি ২০২১ইং।। ৭ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।।৬ই জমাদিউ্স-সানি,১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : ‘নদী ভ্রমণে শ্রেষ্ঠ বিনোদন’ শ্লোগানকে প্রতিপাদ্য করে যাত্রা শুরু করা প্রমোদতরী ‘পদ্মা ক্রুজের’ উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে পদ্মা নদীর শিমুলিয়া ঘাটে তিনি এ প্রমোদতরীর উদ্বোধন করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘একটি সুন্দর বাংলাদেশ বিশ্বের সামনে উপহার দেওয়ার জন্য বঙ্গবন্ধু সারা জীবন-যৌবন কারা অভ্যন্তরে কাটিয়েছেন। তার সে স্বপ্নের সোনার বাংলা, কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখন পর্যন্ত দিতে সক্ষম হইনি। এটা আমি সংসদেও বলেছি।’

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। এটা একটি ভিন্ন অনুভূতি। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, তার পরিবার, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা। ৩০ লাখ শহীদ মুক্তিযোদ্ধার প্রতি শদ্ধা জানাই যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে আজকের এ বাংলাদেশ।’

সদ্য প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবুল আলমের স্মৃতির কথা স্মরণ করে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘লৌহজংয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি। আমি আমার পেশাগত জীবনের ৩০ বছর লৌহজং কাটিয়েছি। সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুল আলম সাহেবের বাড়ি লৌহজং। লৌহজং যখনই শুনি উনার কথা মনে হয়। আমরা একই কক্ষে প্রায় ৩০ বছর কাটিয়েছি।’

এ সময় পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, লৌহজং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা দেশের পর্যটন নিয়ে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, পদ্মা ক্রুজ মাওয়া ঘাট থেকে ছাড়বে প্রতিদিন সকাল ১০টায় এবং দুপুর ২টায়, ভ্রমণ করা যাবে ৩ ঘণ্টা।

নিউজটি শেয়ার করুন .. ..            

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন