প্রকাশিত:শনিবার,২৮ সেপ্টেম্বর ২০১৯ ইং ।। ১৩ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : লৌহজং থেকে স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু : প্রতিবারের ন্যায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার তিন শতাধিক দুঃস্থ হিন্দু নারীর মাঝে জামদানি শাড়ি উপহার হিসেবে বিতরণ করেছেন। গতকাল শনিবার সকালে অ্যাটর্নি জেনারেল প্রথমে লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে তাঁর নিজস্ব বাড়িতে হিন্দু ধর্মের ১০০ নারীর মাঝে জামদানি দেন। এরপরে তিনি দুপুরে একই উপজেলার কনকসারে ১০০ ও বিকেলে টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড়ে ১০০ হিন্দু নারীর হাতে শাড়ি তুলে দেন। এসময় মাহবুবে আলমের সাথে ছিলেন তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, জাহিদ সারোয়ার কাজল ও সমরেন্দ্রনাথ বিশ্বাস, টঙ্গীবাড়ি উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, দীঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন হালদার, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। উল্লেখ্য, তুলনামূলক সাদামাটা শাড়ির চেয়ে দামি ও আধুনিক ডিজাইনের জামদানি শাড়ি পেয়ে হিন্দু নারীরা বেজায় খুশি হয়েছেন।