প্রকাশিত : শনিবার, ৩০ মে ২০২০ ইং ।। ১৬ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : সংবাদদাতা লৌহজং : এই করোনা কালে,দক্ষিণাঞ্চলের জনগনের যাতায়াতের কারনে লৌহজংয়ের মাওয়া ও শিমুলিয়া ফেরী ঘাট এলাকা এমনীতেই রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থানে।
তার উপর আবার লকডাউন তুলে দেওয়ার আগেই লৌহজংয়ে বেড়ে গেছে মোটর সাইকেল আরোহীদের পদচারণা।
ঈদ পরবর্তী দিন গুলোতে প্রায় প্রতিদিন ১০-১২ টা মোটর সাইকেলে ১৫-২০ জনের গ্রুপ করে ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই মাওয়া, ঘোরদৌড় ও পদ্মা নদী এলাকায় অবাধে ঘুরতে আসছে কিছু তরুন ও যুবকরা।
এ সময় তাদের কোন রকম সামাজিক দূরত্ব বজায় না রেখেই একই মোটর সাইকেলে ২-৩ জন গাদাগাদি করে চলা ফেরা করতে দেখা যায়।
বিশেষ করে ২৯ মে ২০২০ ইং শুক্রবার এমন দৃশ্য ছিলো সকলের চোখে পড়ার মত।
সারাদেশে প্রতিদিনই হু হু করে বেড়ে চলা করোনা ভাইরাস বিস্তারের রেকর্ডের পর গণপরিবহন বন্ধ থাকা অবস্থায়ও বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেলে চড়ে এসে লৌহজংয়ে এমন আনাগোনা ও অবাদ বিচরণ তাদের নিজ ও পরিবারের পাশাপাশি লৌহজং উপজেলাবাসীর জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তার উপর দুই দিন আগেও ঘটে গেলো ঢাকা-মাওয়া হাইওয়ে তে মোটর সাইকেল দূর্ঘটনায় একাধীক তরুনের মৃত্যু।
তাই তাদের এমন অকারন ও অপ্রয়োজনে এই পিকনিক আমেজে লৌহজংয়ের বিভিন্ন এলাকায় এভাবে প্রবেশ ও ঘুরে বেড়ানোর বিষয়টি এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃস্টি তে আনা জরুরী মনে করছেন এলাকাবাসী।
নিউজটি শেয়ার করুন..