পরিচ্ছন্ন না হয়ে এলাকায় প্রবেশ নিষেধ

0
16
পরিচ্ছন্ন না হয়ে এলাকায় প্রবেশ নিষেধ

প্রকাশিত : মঙ্গলবার,৩১ মার্চ ২০২০ ইং ।।১৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জ সদরের মালপাড়া এলাকায় প্রবেশ পথগুলোতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে পথচারীদের। প্রবেশ করতে হলে হাত ধুয়ে পরিচ্ছন্ন করতে হবে। পুরো এলাকা সুরক্ষিত করতে এই কর্মকাণ্ড পরিচালনা করছে একতা সংঘের ২০-৩০ জন যুবক। এছাড়া জরুরি প্রয়োজনে যেকোন সহযোগিতার জন্য কাজ করছে এই সংগঠন।

সোমবার সকাল ১০ টায় থানা সংলগ্ন মালপাড়ার গলী থেকে পরিছন্ন কার্যক্রম শুরু হয়। উদ্যোগ গ্রহণকারী মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর জানান, করোনা ভাইরাসের কারনে মুন্সীগঞ্জ জেলা জুড়েই সতর্ক অবস্থান বিরাজমান করছে।

এমতাবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ৮টি প্রবেশমুখে জীবানুনাশক স্প্রে করে এলাকাবাসীকে প্রবেশ করানো হচ্ছে, এছাড়া হাত ধোয়ার ব্যবস্থাও করা হচ্ছে। একতা সংঘের এমন কর্মকান্ডে আনন্দিত এলাকাবাসী।

উদ্দোক্তা হিসেবে সর্বদাই দ্বায়িত্বে রয়েছে অভি দাস, বিকাশ দে, নিলয় বনিক, অয়ন চৌধুরী, অঙ্কন বনিক, অর্নব চক্রবর্তী, উৎস সাহা, হৃত্তিক দাস, নৈতিক ব্যানার্জি, অনয় বনিক।

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমান, মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগ ১নং সভাপতি কে এম তাজরিয়ান, নভেল ঘোষ, পলাস দাস, গৌতম তালুকদার, পায়েল চৌধুরী, সানু ঘোষাল, অভিজিৎ বনিক, বিজয় দে, আদর দে, শুভ বনিক, সোহান ভূইঁয়া, অনিক কর্মকার, ভোলা বনিক, লোকনাথ দাস, মোঃ তানভীর, তীর্থ মোল্লা প্রমুখ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন