প্রকাশিত: শুক্রবার,২১ জানুয়ারি ২০২২ইং।। ৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।১৭ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের নিকট পবিত্র স্থান সৌদিআরবের মক্কা নগরীর পবিত্র কাবার ছাদ মেরামত ও পরিস্কারের কাজ করানো হয়।
গতকাল মসজিদুল হারামাইন শরীফের একটি নির্ধারিত সুপ্রশিক্ষিত দল পবিত্র কাবার ছাদ মেরামত ও পরিস্কার কাজ সম্পাদন করেন। নতুন সম্প্রসারিত মসজিদুল হারামাইন শরীফের কাজে সৃষ্ট হওয়া ধূলোবালি বাতাসের সঙ্গে উড়ে এসে পবিত্র কাবার ছাদে জমা হয় এবং বেশ কয়েকদিনের বৃষ্টিতে কাবার ছাদে কিছু স্থানে সামান্য মেরামতের প্রয়োজন দেখা দেওয়ায় মসজিদুল হারামাইন কর্তৃপক্ষ উক্ত মেরামতের কাজ করান।
গত বছর মুসলমানদের পবিত্র কাবা শরীফের ছাদ মাত্র ৪০ মিনিটে পরিষ্কার করতে একটি বিশেষজ্ঞ দল গঠনকরেছে মসজিদুল হারামাইন শরীফের পরিচালনা পরিষদ।
পরিষদের প্রযুক্তি বিষয়ক বিভাগের উপ-প্রধান মুহাম্মদ আল জাবরি বলেন, ‘পবিত্র কাবার ছাদ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পরিচালনা পরিষদ প্রযুক্তি বিষয়ক সেবার আওতায় একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
জাবেরি বলেন, ‘পুরো কাজটি করতে বিশেষজ্ঞ দলের মাত্র ৪০ মিনিট সময়ের প্রয়োজন হয়। পরিষদের প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ দল উন্নত সরঞ্জাম দিয়ে পরিষ্কার করেন। এতে মূল্যবান মারবেল পাথরের সুরক্ষা নিশ্চিত হয় এবং ভালো করে পরিচ্ছন্ন করা সম্ভব হয়। এছাড়া পবিত্র কাবা ও বিশেষত মসজিদে হারামের সৌন্দর্য আপন অবস্থায় ঠিক থাকে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’