প্রকাশিত:শুক্রবার,০২ আগস্ট ২০১৯ ইং ||১৮ই শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর:মাওয়া প্রতিনিধি:পদ্মা সেতু নির্মানের কর্মযজ্ঞ দেখে সরকারের সাহসিকতার প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তিনি শুক্রবার সকালে স্ত্রীসহ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে সিবোটে করে ঢাকায় ফেরার পথে পদ্মা সেতু নির্মাণের কর্মযজ্ঞ পরিদর্শন করেন। পরে তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড পরিদর্শন করেন। পরে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের ও সংশ্লিষ্ট প্রকৌশলী,কর্মকর্তারা উপস্থিত ছিলেন।