প্রকাশিত :বুধবার,১৮ মার্চ ২০২০ ইং ।। ৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার মাওয়া,লৌহজং:প্রায় আর মাত্র ১টি পিলারের কাজ বাকি। পদ্মা সেতুর সর্বশেষ খুঁটির কাজ চলছে। কোটি মানুষের স্বপ্নের পদ্মাসেতুর ৪২টি পিলারের মধ্যে এখন মাত্র একটির কাজের কিছু অংশ বাকি রয়েছে। যে দুটি পিলারের কাজ বাকি ছিল তার মধ্যে গতকাল রাত ১২টার দিকে ২৭ নম্বর পিলারের কাজ শেষ হয়েছে। এখন বাকি রয়েছে শুধু ২৬ নম্বর পিলারের সামান্য কাজ। এই একটি পিলারের কাজ শেষ হলেই সম্পন্ন হবে সব পিলারের কাজ।
বর্তমানে মূল সেতুর কাজের অগ্রগতি ৮৬.৫ শতাংশ ও পুরো প্রকল্পের কাজের অগ্রগতি ৭৮ শতাংশ।
এখন শুধু ২৬ নম্বর পিলারের একটি পিলার শ্যাফট ও পিলার ক্যাপ এর কংক্রিটিং কাজ বাকি। যা এপ্রিল মাসের ১৫ তারিখের মধ্যে শেষ হবে।
এছাড়া আগামী ৩১ মার্চ পদ্মা সেতুর ২৭তম স্প্যান বসবে শরীয়তপুরের জাজিরা প্রান্তের ২৭ ও ২৮ নম্বর পিলারের উপর। এই স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৫০ মিটার।
পদ্মা সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি। এর মধ্যে রেলওয়ে স্ল্যাব বসেছে ৮০২টি ও রোডওয়ে স্ল্যাব বসেছে ৩৬৪টি। অবশিষ্ট স্ল্যাব বসানোর কাজ চলছে।