প্রকাশিত: শুক্রবার, ২৩ জুলাই ২০২১ইং।। ৮ই শ্রাবন ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল।।১৩ জিলহজ্জ, ১৪৪২ হিজরী।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে চলাচলরত ‘ফেরি শাহজালাল’ সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় এর মাস্টার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
শুক্রবার বিআইডব্লিউটিসি এ–সংক্রান্ত আদেশ জারি করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
মো. জাহাঙ্গীর আলম খান জানান, আজ সকালের দিকে ফেরি শাহজালাল শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলের সময় পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা লেগে একটি দুর্ঘটনা ঘটেছে। এ জন্য ফেরির মাস্টারকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পদ্মা সেতুর ১৭নং পিলারে ধাক্কা লেগে একটি রো রো ফেরির ২০ যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার ২৩ জুলাই সকাল ১০টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পদ্মা সেতুর ১৭নং পিলারে রো রো ফেরি শাহ জালালের ধাক্কা লেগে এ দুর্ঘটনার কবলে পরে ফেরিটি। এসময় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে থাকা ২০ জন যাত্রী আহত হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে ফেরি নিয়ন্ত্রণে আসায় এবং বড় সমস্যা না হওয়ায় চালক শেষ পর্যন্ত শিমুলিয়া ঘাটে ফেরি নোঙর করতে সক্ষম হয়।
ফেরির চালক আব্দুর রহিম জানান, ফেরির বৈদ্যুতিক ব্যবস্থা ফেইল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা লাগে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’