পদ্মা সেতুর পিলারের সাথে ফেরি শাহজালালের ধাক্কা; আহত ২০

0
9
পদ্মা সেতুর পিলারের সাথে ফেরি শাহজালালের ধাক্কা; আহত ২০

প্রকাশিত: শুক্রবার, ২৩ জুলাই ২০২১ইং।। ৮ই শ্রাবন ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল।।১৩ জিলহজ্জ, ১৪৪২ হিজরী।।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :  শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পদ্মা সেতুর ১৭নং পিলারে রো রো ফেরি শাহ জালালের ধাক্কা লেগে এ দুর্ঘটনার কবলে পরে ফেরিটি। এ সময় ফেরিতে কয়েক শত যাত্রী ও অর্ধশতাধিক যানবাহন ছিলো। তবে তাৎক্ষণিক ফেরি নিয়ন্ত্রণে আসায় বড় সমস্যা দুর্ঘটনা থেকে রক্ষা ও চালক শেষ পর্যন্ত শিমুলিয়াঘাটে এসে ফেরি নোঙর করতে পেরেছে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, সকালে বাংলাবাজার থেকে ঢাকামুখী কয়েকশত যাত্রী ও অর্ধশতাধিক যানবাহন নিয়ে ফেরিটি শিমুলিয়া আসছিলো। পথে পদ্মা সেতুর পিলারের সামনে আসলে হঠাৎ করেই ফেরি বন্ধ হয়ে সজোরে সেতুর পিলারে গিয়ে ধাক্কা লাগে। এ সময় যাত্রীদের কেউ মাথায়, কেউ পায়ে আঘাত পায়। আহত হয় কমপক্ষে ২০ জন। যাদের কয়েকজনের মাথা ফেটে গেছে।

আব্দুস সালাম সরকার নামে এক যাত্রী জানান, চালকের কারণেই এই দুর্ঘটনায় পড়তে হলো। শতশত মানুষ ছিলো। অনেকে আহত হয়েছেন।

আরেক যাত্রী বলেন, অনেক জোরে ধাক্কা লাগছে, ক্যান্টিনের গ্লাস, প্লেট ও ফ্রিজসহ সব পড়ে ভেঙে গেছে। কেউ মাথায়, কেউ হাতে পায়ে আঘাত পাইছে।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলও বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদকে পাওয়া যায়নি।

রোরো রোরো ফেরি শাহ জালালের চালক আব্দুল রহমান জানান, ফেরি ভালোভাবেই আসছিলো। ব্রিজের সামনে আসার পর হঠাৎ ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় ব্রেক পরে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে চলে যায়। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা লাগে। তাৎক্ষণিক ব্রেক উঠিয়ে আবারও ফেরি চালু করতে পারি।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুর কাদের জানান, ফেরির ধাক্কা লাগার বিষয়টি আমার জানা নেই। তবে পদ্মা নদীতে চলাচলকারী যেকোনো নৌযানের ধাক্কায় সহ্য করতে পারে এমন নকশা করেই সেতুর পিলার নির্মাণ করা হয়েছে। সেক্ষেত্রে সেতুতে প্রভাব পরবে না। যদি সামান্য অংশ ভেঙে যায়, তাহলে সেগুলো সংস্কার করে নিলেই হবে।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।        

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন