প্রকাশিত:রবিবার,৩০জুন ২০১৯। ১৬ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর:লৌহজং প্রতিনিধি: বৈরী আবহাওয়া ও ডুবোচরের কারণে দুই দিন পর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে গতকাল বিকাল ৪টায় বসলো পদ্মা সেতুর ১৪তম স্প্যান। সেতুর ১৫ ও ১৬ নম্বর পিলারে স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ২১শ’ মিটার। ১৪তম স্প্যানটি বৃহস্পতিবার বসানোর কথা ছিল।
এরআগে গত ২৫শে মে ১৪ ও ১৫ নম্বর পিলারের উপর বসানো হয় ১৩তম স্প্যানটি। এই নিয়ে এ পর্যন্ত পদ্মা সেতুতে স্থায়ী ১২টি স্প্যান ও দুইটি অস্থায়ী স্প্যান মিলে মোট ১৪টি স্প্যান বসানো হলো। এরমধ্যে জাজিরাপ্রান্তে ৯টি স্থায়ী স্প্যান বসানোর মাধ্যমে সেতুর ১৩৫০ মিটার ও মাওয়া প্রান্তে তিনটি স্থায়ী এবং একটি অস্থায়ী স্প্যান মিলে মোট ৬শ’ মিটার এবং সেতুর মাঝ বরাবর একটি স্প্যান (১৫০ মিটার) অস্থায়ীভাবে বসানোয় সেতুর মোট ২১শ’ মিটার দৃশ্যমান হয়েছে। তবে,স্প্যানগুলো ভিন্ন ভিন্ন মডিউলে বসানোর কারণে দৃশ্যমান অংশগুলো এক সারিতে নয় বরং বিচ্ছিন্নভাবে থাকবে।
পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, আবহাওয়া অনুকূলে না থাকায় বৃহস্পতিবার তিন হাজার ৬শ’ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’নামের ভাসমান ক্রেনবাহী জাহাজটি কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ১৫ এবং ১৬নং খুঁটির দিকে বিলম্বে রওনা দেয়।
পদ্মা সেতুতে দুই ধরনের স্প্যান বসানো হবে। নদীর মধ্যে ৪২টি পিলারের উপর ৪১ টি স্প্যান বসানো হবে। যা মূলত স্টিলের। দুই পাড়ে থাকা ভায়াডাক্টের ওপর ৭টি করে ১৪টি রেলওয়ে স্প্যান। জাজিরা প্রান্তে ২৩৪টি সুপার-টি গার্ডার ও মাওয়া প্রান্তে ২০৪টি সুপার-টি গার্ডার মিলিয়ে মোট ৪৩৮টি সুপার টি-গার্ডার বসবে। এর ফলে মোট রোডওয়ে স্প্যান হবে ৮৩টি। স্টিলের স্প্যান বসানো হয়েছে মোট ১২টি।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুতে বসানো হয় প্রথম স্প্যান।