পদ্মায় জেলের জালে ৮০ কেজি ওজনের বিশালাকৃতির বাঘা আইর

0
40
পদ্মায় জেলের জালে ৮০ কেজি ওজনের বিশালাকৃতির বাঘা আইর

প্রকাশিত: বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ইং ।। ১লা পৌষ ১৪২৭ বঙ্গাব্দ (শীতকাল)।  ৩০শে রবিউস-সানি,১৪৪২ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং সংবাদদাতা : আজ বুধবার ভোররাতে লৌহজং উপজেলার হলদিয়া সিংগার হাটি গ্রামের মোঃ জহির নামের এক জেলের জালে ৮০ কেজি ওজনের বাঘা আইর মাছটি ধরা পরেছে। মৎস্য শিকারীরা বহু কষ্টে মাছটি টেনে নৌকায় তুলতে সক্ষম হন। সকাল ৬টায় জেলেরা মাছটি বিক্রির উদ্দেশ্যে মাওয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসেন। এ সময় উৎসুক জনতা ঐ আড়তে ভীড় জমায়। আড়তে ৮০কেজি ওজনের এ মাছটির দাম ওঠে ৫৫ হাজার টাকা। তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এ দামে ডাকে কিনে নিয়ে,ঢাকার পাইকারদের কাছে দুই হাজার টাকা লাভে অর্থাৎ ৫৭ হাজার টাকায় বিক্রি করবেন বলে জানান মৎস্য আড়ৎতের পাইকারী মাছ বিক্রেতা মো. মুকলেছুর রহমান। তিনি আরো জানান,এ সাইজের বাঘাইর মাছ সচরাচর পদ্মায় মেলেনা। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের বাঘাইর মাছ আমরা দেখিনি।

সংশ্লিষ্টরা বলেন মাওয়া ঘাটে ৫৫ হজার টাকা বিক্রি হওয়া পদ্মার বাঘাইর অবিশ্বাস্য হলেও এই আড়তে দিত্বীয় বারের মত জেলের জালে ধরা বাঘা আই এটি। ৫২ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর আগে গত বছর ওই মাছের ওজন ৫৫ কেজি ছিল।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মমর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ জানান,নদীতে পানি কমতে থাকায় সাথে সৃষ্টিহয় সাগরে পানির প্রচন্ডস্রোত এ কারনে নদীতে প্রতি বছরের মতো নানা প্রজাতির মাছ এ সময়ে ভেঁসে আসেন সাগর থেকে এবংপদ্মায় বিভিন্ন পয়েন্টে পানির গভীরতা থাকলে সেখানে আশ্রয় নেন বড় বড় মাছগুলো আর আসা যাওয়ার মাঝে ধরা পরেন জেলের জালে। এদিকে দাম সর্ম্পকে সংশ্লিষ্টরা বলেন দুর্লভ পদ্মার বাঘা আইর বড় আকারের মাছ হওয়ায় মাছের দাম এরকম হওয়ার একটাই কারণ বলে জানা গেছে।এবং প্রতি বছরে বড় কিছু মাছ পদ্মা-মেঘনার মতো মিঠা পানিতে ধরাপড়ে।

নিউজটি শেয়ার করুন .. ..                    

 ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন