পদ্মার ভাঙ্গন তান্ডব শুরু !

0
24
পদ্মার ভাঙ্গন তান্ডব শুরু !

প্রকাশিত : শনিবার,২০ জুন ২০২০ ইং ।।  ৬ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : কাজী সাব্বির আহমেদ দীপু,মুন্সীগঞ্জ : বর্ষা মৌসুমের শুরুতেই উত্তাল হয়ে উঠেছে খরস্রোতা পদ্মা।

বাতাসের তীব্রতায় বড় বড় ঢেউ আছঁড়ে পড়ছে পদ্মার তীরের গ্রামগুলোতে। একই সঙ্গে স্রোতের তীব্রতাও বৃদ্ধি পাওয়ায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী ও লৌহজংয়ের নদী তীরবর্তী গ্রাম গুলোতে ভাঙ্গন তান্ডব শুরু হয়েছে।

বর্ষা মৌসুমের শুরুতেই টঙ্গিবাড়ী উপজেলার ৪টি ইউনিয়নের ১৫টি গ্রাম এখন ভাঙ্গনের কবলে পড়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলিন হচ্ছে ফসলি জমি ও বসত ভিটাসহ বিভিন্ন স্থাপনা।

ইতিমধ্যে টঙ্গিবাড়ীর দিঘিরপাড় বাজারসহ আশপাশ এলাকায় ভাঙ্গন দেখা দিলে আতঙ্ক দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন