পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড এবং অর্থদণ্ড

0
0
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড এবং অর্থদণ্ড

প্রকাশিত : বৃহস্পতিবার ২০ মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ৬ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ১৯ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (১৯ মার্চ) বুধবার দিনগত রাত ২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান বলেন, সরকারি নির্দেশ অমান্য করে ড্রেজারের মাধ্যমে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে চার জনকে আটক করা হয়৷ আটককৃত একজনকে ২ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড এবং বাকি তিন জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও প্রত্যেককে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে কোস্ট গার্ড ও পুলিশ সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

একাধিক সূত্রে জানা যায়, সরকার পতনের পরে বেশ কিছুদিন পদ্মা নদীতে বালু উত্তোলন বন্ধ থাকলেও আবার রাতের আঁধারে পদ্মা নদীতে অর্ধশতাধিক ড্রেজারের মাধ্যমে আবারো চলছে বালুখেকোদের বালু লুটের হিড়িক। সরকারী নিয়মনীতি লঙ্ঘন করে বালুদস্যুরা পদ্মা নদীর অত্যন্ত ১০টি পয়েন্ট ড্রেজার দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে তুলছে বালু।

বালুখেকোরা পদ্মা নদী থেকে তারা দীর্ঘদিন ধরে দিনে ও রাতের আঁধারে জেগে ওঠা চর ও পদ্মা সেতু এলাকায় অপরিকল্পিতভাবে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তলন করে বিক্রি করছে। এসব উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা৷।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন