প্রকাশিত :বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ ইং ।। ২৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি :পত্রিকায় সংবাদ প্রকাশের পর ১৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিল টঙ্গীবাড়ী থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন পিপিএম। গতকাল বুধবার বিকালে উপজেলার ধীপুর গ্রামের মৃত আলি উদ্দিন শেখের পরিবারসহ রব-নগরকান্দি ও নেত্রাবতি গ্রামের ১৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রতিটি খাদ্যসামগ্রী ব্যাগে রয়েছে ১০ কেজি চাউল, ৪ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১টি লবন ও ১টি সাবান। এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, ইউপি সদস্য হাকিম দেওয়ান প্রমুখ।