বিক্রমপুর খবর ডেস্ক ::
প্রকাশিত: ২৮ ডিসেম্বর,২০১৮
গতকাল বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর ২০১৮ আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির সমর্থনে স্মরণকালের বৃহৎ গণমিছিল করেছে লৌহজং উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিনে সিলেটের রাজপথ কেঁপেছে ‘নৌকা’ ‘নৌকা’জয়ধ্বনিতে মাওয়া থেকে বালিগাও সড়কজুড়ে ছিলো জনস্রোত।
নেচে-গেয়ে মাওয়া থেকে বালিগাও মাতিয়েছে নৌকার সমর্থকরা।হাজার হাজার মানুষের উপস্থিতিতে গণমিছিল জনসমুদ্রে পরিণত হয়।বিরাজ করে উৎসবের আমেজ।তবে সাধারণ মানুষ সামনে দাঁড়িয়ে উপভোগ করেছেন এ গণমিছিল। কেউ কেউ মোবাইলে ধারণ করেছেন মিছিলের দূশ্য।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে খন্ড খন্ড মিছিল আসতে থাকে। বাদ্যযন্ত্রের তালে তালে নৌকার স্লোগানে মুখর হয় মেদেনিমন্ডল, কুমারভোগ, হলদিয়া, কনকসার, তেউটিয়া, লৌহজং, বেজগাও, মালিঅঙ্কর,গাওদিয়া, খিদিরপাড়া,বালিগাও এলাকাইয়।
সাগুফতা ইয়াসমিন এমিলির সাথে বিশিষ্ট শিল্পপতি বিজিএমএ এর পরিচালক এব্যা গ্রুপএর চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাজ্জাদুর রহমান শিপন ভাই এর ডাকে হলদিয়া ইউনিয়ন এর দল মত নির্বিশেষে, সাগুফতা ইয়াসমিন এমিলির নৌকা’র মিছিলে, আরো উপস্তিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগ এর সংগ্রামী সাধারন সম্পাদক জননেতা আলহাজ্জ্ব আব্দুর রশিদ শিকদার সহ অন্যান্য নেতা কর্মীরা।
পুরুষের সাথে মিছিলে অংশ নেন নারীরাও। এমন মিছিল কখনো দেখেননি বলে জানান মিছিলে আসা নানা বয়সী মানুষ। আর এটা সম্ভব হয়েছে গত ১০ বছরে আওয়ামী লীগের অভূতপূর্ব উন্নয়নের কারণে বলেও জানান নেতৃবৃন্দ। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকার এ গণজোয়ার কেউ রুখতে পারবে না বলে মত তাদের।
বেজগাও ইউনিয়নের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগএর উপ প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন তপন।