নৃত্যশিল্পী হাসান ইমাম মারা গেছেন, করোনা সন্দেহ!তাহার গ্রামের বাড়ি বিক্রমপুর

0
64
নৃত্যশিল্পী হাসান ইমাম মারা গেছেন করোনা সন্দেহ!তাহার গ্রামের বাড়ি বিক্রমপুর

প্রকাশিত : শুক্রবার, ১৫ মে ২০২০ ইং ।। ১লা জৈস্ঠ্য ১৪২৭ বঙ্গাব্দ।। ২১ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : বিশিষ্ট নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক হাসান ইমাম মারা গেছেন। শুক্রবার (১৫ মে) বিকেলে  তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন)। তার মৃত্যুর সংবাদ  বিক্রমপুর খবরকে  নিশ্চিত করেছেন তাহার আপন চাচাতো বোন ইসমত আরা ডালিয়া।

ইসমত আরা ডালিয়া বলেন,করোনায় আক্রান্ত হয়ে হাসান ইমাম (আবু)ভাইয়ের আপন বোন এলিজা মারা যান ক’দিন আগে। আজ    বিকেলে তার মিলাদ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান পালন শেষে বাসাতেই পেটে ব্যথা অনুভব করেন এবং হঠাৎ পড়ে যান।এরপর কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি আরো বলেন,তাহার সকাল থেকেই পাতলা পায়খানা হইতেছিলো তাই সবাই ধারণা করছেন তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। কারণ তিনি তার বোনকে নিয়ে এপোলো হাসপাতালে চিকিতসাসহ সকল সেবা করেছেন।ধারনা করা হচ্ছে হয়তো করোনার আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।তাহার বাড়ির কাছে শান্তিবাগ মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবর স্থানে দাফন করা হয়।

এই বিশিষ্ট নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক হাসান ইমাম ডাক নাম আবু তাহার গ্রামের বাড়ি বিক্রমপুরের শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা গ্রামের মিয়া বাড়ি। তাহার পিতার নাম মরহুম আক্তার হোসেন লস্কর।

নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক হাসান ইমাম বিয়ে করেছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপার কে।কিন্তু বেশ কিছুদিন ঘর সংসার করার পর তাদের ঘর ভেঙ্গে যায়। হাসান ইমাম আর পুনরায় বিয়ে করেন নাই।

নিউজটি শেয়ার করুন..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন