প্রকাশিত:সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ ইং ।। ২৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : টংগিবাড়ী প্রতিনিধি : টংগিবাড়ীতে নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী শাখা কর্তৃক এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি এর নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন কে নিয়ে মিথ্যাচার করার প্রতিবাদে এই মানববন্ধন করা হয়। আজ সোমবার (৯ডিসেম্বর)বিকাল ৪টা সময় টংগিবাড়ী উপজেলা কমপ্লেক্স গেইটের সামনে এ মানববন্ধন করা হয়।
নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও টংগিবাড়ী শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডল এর নেতৃত্বে মানববন্ধনে অংশ গ্রহণ করেন নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন অপু,দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,থানা কার্যকরী পরিষদের সদস্য সামসুদ্দিন তুহিন, আক্কাছ বেপারী, বাবুল শেখ,মোফাজ্জল হোসেন, হাবিবুর রহমান হাবিবসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ।