নাজমুল হুদার মেয়ে তৃণমূলের অন্তরা পেলেন ৬৩৩৭ ভোট

0
2
নাজমুল হুদার মেয়ে তৃণমূলের অন্তরা পেলেন ৬৩৩৭ ভোট

প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারি ২০২৪ ইং।। ২৪ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ (শীত কাল)।। ২৬ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি।।

বিক্রমপুর খবর : সিরাজদিখান, প্রতিনিধি :দ্বাদশ সংসদ নির্বাচনে কিংস পার্টি হিসেবে পরিচিত দলগুলোর মধ্যে প্রায় সব দলের প্রার্থীরই ভরাডুবি ঘটেছে। তাদের মধ্যে তৃণমূল বিএনপির কার্যকরী সভাপতি প্রয়াত নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা জামানত খুঁইয়েছেন।

তৃণমূল বিএনপির কার্যকরী সভাপতি অন্তরা সেলিম হুদা সোনালী আঁশ প্রতীকে পেয়েছে ৬৩৩৭ ভোট।

এই আসনে মহাজোটের শরিক বিকল্প ধারার প্রার্থী মাহি বি চৌধুরীর। একাদশ সংসদের এই সংসদ সদস্য প্রায় ৭৮ হাজার ভোটের ব্যবধানে নৌকার বিরুদ্ধে হেরে গেছেন।

এই আসনে ফলের দিক থেকে দ্বিতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির। তিনি ট্রাক মার্কায় পেয়েছেন ৬১,৫৪০ ভোট।

এছাড়া আতাউল্লাহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে পেয়েছেন ২৬৩৫ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির দোয়েল আক্তার আম প্রতীক নিয়ে পেয়েছেন ২৯৯ ভোট, বাংলাদেশ কংগ্রেসের নূরজাহান বেগম ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির লতিফ সরকার একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৩২০২ ভোট, জাতীয় পার্টির শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭০ ভোট।

সিরাজদিখান-শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

 (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন এছাড়া বিক্রমপুর খবর-এ প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন – bikrampurkhobor@gmail.com এই ঠিকানায়।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন