প্রকাশিত : শনিবার,২১ মার্চ ২০২০ ইং ।। ৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :লৌহজং উপজেলার নাগেরহাট বাজার আজ পরিদর্শন করেন লৌহজং উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। এসময় তিনি বাজারের সার্বিক পরিস্থিতির সরেজমিনে খোজ খবর নেন। বাজারের খাবারের হোটেলসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকায় এবং খাওয়ার আগে হাত-মুখ পরিষ্কার করার জন্য বেসিন ও হ্যান্ডওয়াস বা সাবান না থাকায় ৫ টি হোটেল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটলগুলো বন্ধ থাকবে। এসময় বাজারের উপস্থিত জনগণের মাঝে উপজেলা প্রশাসন কর্তৃক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।