নতুন ২৩ জনসহ মুন্সীগঞ্জে করোনায় আক্রান্ত ৩৫৩, মৃত ১৩

0
10
মুন্সীগঞ্জ জেলায় নতুন করে আরও ৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, জেলায় মোট ১৭৫৬ জন

প্রকাশিত : শুক্রবার, ১৫ মে ২০২০ ইং ।। ১লা জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।। ২১ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জে আজ শুক্রবার নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াঁলো ৩৫৩ জনে। এখনও ৪৪৩ জনের নমুনা পরীক্ষার  ফলাফল আসেনি।

অন্যদিকে শুক্রবার নতুন আরও ৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জেলায় করোনা জয় করেছেন ৩৭ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার পর্যন্ত ২০৫৭টি নমুনা ঢাকায় প্রেরণ এবং শুক্রবার আরও ১৯০টি নমুনা জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) প্রেরণ করা হলো। এই নিয়ে ২২৪৯টি নমুনা সংগ্রহ করে তা ঢাকায় প্রেরণ করা হয়েছে। আর শুক্রবার নতুন ২৩ জনের করোনা শনাক্ত নিয়ে ১৮০৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এখনও ফলাফলের অপেক্ষায় রয়েছে ৪৪৩টি। তিনি আরও জানান, জেলায় মোট শনাক্ত ৩৫৩ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায়ই ১৫১ জন, দ্বিতীয় অবস্থান সিরাজদিখান উপজেলায় ৫৬ জন, তৃতীয় অবস্থান শ্রীনগর উপজেলায় ৪৩ জন, চতুর্থ অবস্থান লৌহজং উপজেলায় ৩৯ জন, পঞ্চম অবস্থান গজারিয়া উপজেলায় ৩৪ জন এবং ৩১ জন করোনা শনাক্ত নিয়ে টঙ্গিবাড়ি উপজেলা ৬ষ্ঠ অবস্থানে  হয়েছে।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ জানান, শুক্রবার নতুন ৩ জনসহ জেলায় মোট ৩৭ জন করোনা জয় করেছে। এরমধ্যে মুন্সীগঞ্জ সদরে ৯ জন, সিরাজদিখানে ১৪ জন, শ্রীনগরে ৮ জন, টঙ্গিবাড়ীতে ৪ জন এবং গজারিয়া উপজেলায় ২ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন