ধলেশ্বরী নদীতে অশ্লীল নৃত্য ও অস্ত্র মহড়া, কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক

0
0
ধলেশ্বরী নদীতে অশ্লীল নৃত্য ও অস্ত্র মহড়া, কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক

প্রকাশিত : বৃহস্পতিবার ০৩ এপ্রিল, ২০২৫খ্রিষ্টাব্দ।। ২০ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ০৪ শাওয়াল ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে ট্রলারে দেশীয় অস্ত্রসহ মহড়া দিয়ে অশ্লীল নৃত্য ও উচ্চ শব্দে গান বাজানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

তারা ‘ডেঞ্জার গ্যাং’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য।

বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে ট্রলারে উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন এবং অশ্লীল নৃত্য পরিবেশন করছিল। সেনাবাহিনীর টহল দল তাদের ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। এরপর সেনাবাহিনী ট্রলারটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালিয়ে ১৪ জনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সরদারকে আটক করে সেনাবাহিনী।

এ সময় তাদের কাছ থেকে আটটি রামদা, সাতটি কুড়াল, ছুরি, হকিস্টিক ও লোহার পাইপ জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে আছেন হাসেম আলী (২৭), মো. শেখ (১৯) ও সোহাগ মোল্লা (২০)। বাকিরা শিশু ও কিশোর।

স্থানীয়রা জানান, ঈদের দিন থেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে ট্রলারযোগে তুলশীখালী সেতুর আশেপাশে নদীতে দেশীয় অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছিল এবং অশ্লীল নৃত্য পরিবেশন করছিল। এ ব্যাপারে সেনাবাহিনীকে জানালে তারা অভিযান চালিয়ে তাদের আটক করে।

তুলসীখালী এলাকার বাসিন্দা জয়নাল ব্যাপারী বলেন, ঈদের দিন থেকে কিশোর গ্যাংয়ের সদস্য ও আশপাশের বিভিন্ন এলাকার বখাটেরা ট্রলারে তুলসীখালী সেতুর আশপাশে নদীতে উচ্চ শব্দে গান বাজিয়ে অশ্লীল নাচানাচি করে। পাশাপাশি তারা দেশি অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছিল। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা ট্রলারে অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করে।

তিনি বলেন, সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই। জনগণের স্বার্থে এমন অভিযান নিয়মিত চালানো দরকার।

রমিজ সরদার নামে একজন স্থানীয় বাসিন্দা জানান, বিশেষ করে ঈদের ছুটিতে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এবারের অভিযানটি প্রথম এবং তা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো উচিত।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে। অভিযানে পুলিশ তাদের সহযোগিতা করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন