প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০ইং ।। ১৮ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরও ৩৮ জনসহ মোট এক হাজার ৯২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন চার হাজার ১৯ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন।
প্রথম কোভিড-১৯ শনাক্তের ১১৭তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৩ হাজার ২৭৭ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।
বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৭০টি ল্যাবে ১৮ হাজার ৩৬২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ২ হাজার ৬৯৭টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৪,০১৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৬৬ হাজার ৪৪২ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ১০ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ, মৃতের হার ১ দশমিক ২৬ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।
- মারা গেছেন: ১ হাজার ৯২৬ জন।
- মোট সুস্থ: ৬৬ হাজার ৪৪২ জন।
- মোট নমুনা পরীক্ষা: ৮ লাখ ২ হাজার ৬৯৭টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ১ কোটি ৮ লাখ ১৯ হাজার ৭৬২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬০ লাখ ৪০ হাজার ৩৩৮ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৫ লাখ ১৯ হাজার ২৭২ জনের। বাকী ৪২ লাখ ৬০ হাজার ১৫২ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।
কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ২৭ লাখ ৭৯ হাজার ৯৫৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৩ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ১৪ লাখ ৫৩ হাজার ৩৬৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে রাশিয়া যাদের শনাক্তের সংখ্যা ৬ লাখ ৬১ হাজার ১৬৫।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ১ লাখ ৩০ হাজার ৭৯৮ জন।
- ব্রাজিল: ৬০ হাজার ৭১৩ জন।
- যুক্তরাজ্য: ৪৩ হাজার ৯০৬ জন।
- ইতালি: ৩৪ হাজার ৭৮৮ জন।
- ফ্রান্স: ২৯ হাজার ৮৬১ জন।
- মেক্সিকো: ২৮ হাজার ৫১০ জন।
- স্পেন: ২৮ হাজার ৩৬৩ জন।
- ভারত: ১৭ হাজার ৮৫৫ জন।
- ইরান: ১০ হাজার ৯৫৮ জন।
- বেলজিয়াম: ৯ হাজার ৭৬১ জন।
নিউজটি শেয়ার করুন .. ..