প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল ২০২০ ইং ।। ১২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ। ১ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সরকারি বেসরকারি মিলিয়ে এ পর্যন্ত দেশে ৩২৪ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২০ ঘন্টায় নতুন করে ৩৭জন চিকিৎসক আক্রান্ত হয়েছে। এরই মধ্যে সিলেটের একজন চিকিৎসক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২৫ এপ্রিল (শনিবার) বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রতিষ্ঠাতা ডা. নিরুপম দাস মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫৫ চিকিৎসক। এর মধ্যে সরকারি হাসপাতালে আক্রান্ত হয়েছেন ১৬৩ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ২০ জন, অন্যান্য হাসপাতালে ২০ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত ময়মনসিংহ হয়েছে বিভাগে ২৬ জন। চট্টগ্রাম বিভাগে সংক্রমিত হওয়া ১২ জনের মধ্যে ১১ জন সরকারি হাসপাতালে এবং আরেকজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। রংপুর বিভাগে সংক্রমিত হয়েছেন ৩ জন, খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন ৭ জন, বরিশাল বিভাগে সংক্রমিত হয়েছেন ৮ জন এবং সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন একজন চিকিৎসক।
ডা. নিরুপম দাস বলেন, চিকিৎসকদের করোনাভাইরাসে সংক্রমণ হলে ঝুঁকি বেড়ে যায় কারণ তার সংস্পর্শে আরো অনেকেই আক্রান্ত হতে পারেন। চিকিৎসকের সাথে সাথে নার্স, স্বাস্থ্যকর্মী অনেকেই আক্রান্ত হয়েছে। তাই চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের শতভাগ সুরক্ষিত নিশ্চিত করতে হবে।
তিনি আশঙ্কা করে বলেন, বেশ কয়েকদিন যাবত বেসরকারি হাসপাতালগুলোতেও চিকিৎসকরা করোনায় আক্রান্ত হচ্ছে। বেসকারি পর্যায়ের চিকিৎসকদের দ্রুত সুরক্ষা সরঞ্জাম নিশ্চিতে কাজ করতে হবে।
সরকারি- বেসরকারিসহ দেশের সব চিকিৎসকে এক করে সেবা চালিয়ে যেতে হবে। তবে হয়তো আমরা এ সংকট প্রতিরোধ করতে পারবো বলে তিনি আশা করেন।